Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ট্রাম্পপুত্রের ক্ষোভ

স্কটল্যান্ডে গলফ ক্লাব ক্রয় করেছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সম্পত্তির উৎস নিয়ে তদন্তের উদ্যোগ নেয়া হয়েছে স্কটল্যান্ডে। আর এতে ক্ষিপ্ত ট্রাম্প পুত্র এরিক। স্কটল্যান্ডের ট্রাম্পের সেই সম্পত্তির উৎস নিয়ে তদন্ত করা হবে কী না তার ওপর ভোট দেবে স্কটল্যান্ডের সংসদ সদস্যরা। স্কটল্যান্ডের রাজনৈতিক দল স্কটিশ গ্রিন পার্টি এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। স্কটিশ সরকার বলেছে, তদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লর্ড অ্যাডভোকেটরা। ইয়াহু নিউজ।


কারফিউ শিথিল
দক্ষিণ আফ্রিকায় গত দুই সপ্তাহে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসায় কারফিউ শিথিল করে রাত ১১টা থেকে সকাল ৪টা পর্যন্ত করা হয়েছে। সেই সঙ্গে প্রতি সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অ্যালকোহল বিক্রির অনুমতি দেয়া হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় দোকানগুলো রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসা সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় এ অনুমতি দিয়েছেন। রয়টার্স।


বাড়ল ২ সপ্তাহ
করোনা মোকাবেলায় কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাচ্ছে মালয়েশিয়া। তবুও করোনা থেকে মিলছে না মুক্তি, কমছে না সংক্রমণ। শেষ হতে যাওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) নামে লকডাউন বাড়ানো হয়েছে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে আগের থেকে আরেও কঠোরভাবে এমসিও বাস্তবায়ন করবে দেশটির সরকার। মঙ্গলবার এ তথ্য জানান দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে করোনা সংক্রমণ আরও বেড়ে গেছে। এ পরিস্থিতিতে এমসিও বাড়ানোর সিদ্ধান্ত
নেয়া হয়েছে। বিবিসি।


প্রবেশে নিষেধাজ্ঞা
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ২০ দেশ থেকে সউদী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সউদী আরবের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার এ সংক্রান্ত আদেশ জারি করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান। আরব নিউজ।


করোনার অ্যান্টিবডি
ভারতের রাজধানী দিল্লির অর্ধেকেরও বেশি মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। সম্প্রতি দিল্লিতে সেরোলজিক্যাল সার্ভের রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। দিল্লিতে এ নিয়ে পঞ্চম বারের মতো সেরোলজিক্যাল সার্ভে চালানো হলো। সার্ভের রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৫৬ দশমিক ১৩ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। অর্থাৎ, ২ কোটি জনসংখ্যার দিল্লি ক্রমেই করেনার বিরুদ্ধে হার্ড ইমিউনিটির দিকে এগোচ্ছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, উত্তর দিল্লির বাসিন্দাদের মধ্যে অ্যান্টিবডি তৈরির হার কম। সেখানে ৪৯ শতাংশ বাসিন্দার শরীরে অ্যান্টিবডি পাওয়া গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ