Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানির নিচে বিয়ে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে মানুষ কতো কিছুই না করে! সম্প্রতি এক দম্পতি ৬০ ফুট পানির নিচে বিয়ে করেছেন। ভারতের চেন্নাইয়ে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, চেন্নাইয়ের ভি চিনাদুরি ও এস শ্বেতা ১ ফেব্রুয়ারি অভিনব এই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। পাত্রী শ্বেতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাত্র চিনাদুরি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পাশাপাশি স্কুবা ডাইভার হিসেবে তার লাইসেন্স রয়েছে। তিনি বলেন, প্রথা মেনেই বিয়ে হয়েছে, শুধু স্থলে না হয়ে বিয়েটা হয়েছে পানির নিচে। পুরোহিতের নির্দেশনা অনুযায়ী সকালে শুভক্ষণে আমরা পানির নিচে গিয়ে মালাবদল করেছি।

বিয়ের পোশাকেই পানিতে ডুব দিয়েছিলেন তারা। সব আনুষ্ঠানিকতা সেরে যখন তারা সৈকতে উঠে আসেন পরিবারের সদস্যরা উল্লাসের সঙ্গে তাদের স্বাগত জানান। এরপর বাকি প্রথা পালন করেন। এদিকে এই ঘটনার পর অনেকেই পানির নিচে বিয়ের আগ্রহ প্রকাশ করেছেন। চলতি মাসে চেন্নাইয়ে আরো এক জুটি অভিনব এই কায়দায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া মার্চে পোন্ডিচেরিতে পানির নিচে বিয়ে করবেন অপর এক জুটি। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ