Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অতীত নিয়ে পড়ে নেই অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

 জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এ ভেন্যুতে সর্বশেষ টেস্ট ম্যাচ হয়েছিল ২০১৮ সালে। নবীন আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরে গিয়েছিল। হারের দুঃস্বপ্ন নিয়ে সেই মঞ্চে আবারো খেলতে নামছে টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ দল। তবে ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল এমএ আজিজ স্টেডিয়ামে ২০০২ সালে। সফরকারী দলটি ৭ উইকেটে জিতেছিল। এরপর ২০১১ সালের টেস্টে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টাইগার দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ড্র। চট্টগ্রামে এটি তাদের তৃতীয় টেস্ট ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামে এসে শেষ ওয়ান ডে ম্যাচে হোয়াইট ওয়াশ হওয়ার পর তিনদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের সাথে ড্র করার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাস বাড়লেও দেশের মাটিতে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন ক্যারিবিয়ান কোচ। তিনি বলেন, ‘দেশের মাটিতে যার বিপক্ষেই খেলুক বাংলাদেশ সবসময় এগিয়ে থাকবে। দেশের মাটিতে তারা বেশ শক্তিশালী। এক বছর টেস্ট না খেললেও দীর্ঘ বিরতির পর টাইগারদের জন্য হবে এখন নতুন শুরু।’ অপরদিকে টাইগারদের অধিনায়ক মুমিনুল হকের মনোযোগ এখন কেবল আজকের ম্যাচ নিয়ে। কিভাবে আজকের ম্যাচে জয় পাওয়া যায়। তিনি বলেন, ‘নবীন দল আফগানিস্তানের কাছে বেশ নাকাল হয়েছিলাম। অতীত তো অতীতে থাকে, আমি এটা আর ভাবতে চাইনা, ভাল হোক বা খারাপ। গত কয়েকদিন বাংলাদেশ দল মাঠে বেশ অনুশীলন করেছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ