Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলারোহী নিহত, আহত ১

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১১ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় পিএবি সড়কের শোলকাটা এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় সাইদুল ইসলাম (২১) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও শেখ মাহামুদ (২০) নামে অপরজন মারাত্মক ভাবে আহতের ঘটনা ঘটেছে। নিহত সাইদুল ইসলাম বাঁশখালী বাণিগ্রামের আবদুস সামাদের পুত্র ও আহত শেখ মাহমুদ সাধনপুরের জেবল আহমদের পুত্র বলে জানাগেছে।

আনোয়ারা থানা সূত্রে জানাযায়, মঙ্গলবার সন্ধ্যায় পিএবি সড়কের শোলকাটা এলাকায় চট্টগ্রাম শহরগামী একটি ট্রাক বাঁশাখালী গামী মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাইদুল ইসলামের মৃত্যু হয়। এসময় তার সাথে থাকা শেখ মাহামুদকে স্থানীয়রা আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি ঘটলে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। নিহত সাইদুল এবছর এইচএসসি পাস করেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম জানান, পিএবি সড়কে ট্রাক মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত সাইদুল ইসলামকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত শেখ মাহমুদ চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ