বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর নির্বাচনে মেয়রপদে ৪ ও কাউন্সিলরপদে ৩৮ এবং সংরক্ষিত নারী কাউন্সিলরপদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ৫ম ধাপে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৫টার পূর্বে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরপদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে প্রার্থীগণ এসব মনোনয়নপত্র দাখিল করেন।
নাচোল পৌরসভা নির্বাচনে মেয়রপদে মনোনয়নপত্র দাখিল করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাচোল পৌর আ’লীগ সভাপতি ও বর্তমান মেয়র আব্দুর রশিদ ঝালু খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মজিদুল হকের কন্যা ও বিএনপি মনোনীত প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা দলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচী, বিএনপির বিদ্রোহী প্রার্থী নাচোল উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মইনুল ইসলামের জামাই আমানুল্লাহ আল মাসুদ ও নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে সদ্য পদত্যাগী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল করিম বাবু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।