Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আট বছরে সর্বোচ্চ অবস্থানে রুপার দর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বিশ্ববাজারে ২০১৩ সালের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছে গেছে রূপার দর। সোমবার কার্যদিবসের শুরুর দিকের লেনদেনে লন্ডন বাজারে প্রতি আউন্স রূপার দর আউন্সপ্রতি ৩০ মার্কিন ডলার বাড়ে। দর বৃদ্ধির হার ছিল ১১ শতাংশ। পুঁজিবাজারের খুচরা লেনদেনকারীরা গেমস্টপ-এর শেয়ারের অস্থায়ী বিক্রেতাদের বিরুদ্ধে সফল অবস্থান নেওয়ার পর; রূপার বাজারকে পরবর্তী লক্ষ্যে পরিণত করলে দরের এই রেকর্ড উত্থান দেখা দেয়। তার আগে গত সপ্তাহে ম‚ল্যবান ধাতুটির দর ৬ শতাংশ বাড়ে। ফলে এটি উত্তোলনকারী খনি কোম্পানিগুলোর বাজার মুল্যায়নে চাঙ্গাভাব বিরাজ করে। বিশ্বের সবচেয়ে বড় রূপার ভিত্তিতে লেনদেনকারী তহবিল-আইশেয়ারস সিলভার ট্রাস্ট গেল শুক্রবারে ১০০ কোটি ডলারের বিনিয়োগ পায়। তহবিলটির স্পন্সর সংস্থা-বø্যাকরক স‚ত্র এ তথ্য জানায়। ইতোপ‚র্বে সামাজিক মাধ্যম রেডিট-এর ‘ওয়ালস্ট্রিটবেটস’ পেজে এক ব্যবহারকারী সাধারণ মানুষের প্রতি ধাতু বাজারে বিনিয়োগ করে বৃহৎ ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হ্রাসের আহŸান জানান। তার পরই বিনিয়োগের নতুন গতি লক্ষ্য করা যায়। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ