মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় ভয়াবহ সংক্রমণে বিপর্যস্ত পেরু। প্রিয়জনকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় দেশটির শত শত মানুষ রাস্তায় দাঁড়িয়ে দিনরাত অক্সিজেন পেতে অপেক্ষা করছে। এমনকি রাস্তায় তাদের ঘুমাতেও দেখা যাচ্ছে। দেশটির রাজধানী লিমার কাছাকাছি এল কালাউতে অক্সিজেন ফ্যাক্টরীর সামনে লোকজনকে তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করতে দেখা গেছে। রাস্তায় মানুষ সমান শত শত বিশাল অক্সিজেন সিলিন্ডার সারি সারি রেখে দেয়া হয়েছে। এগুলো যারা কিনেছে তাদের নাম লেখা রয়েছে তাতে। ইয়ামিল এন্তোনিও সুসা বলেন, আমি কাল থেকে এখানে অপেক্ষা করছি। আমার আসার আগে দুই তিন দিন ধরে লোকজন লাইনে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছিল। সুসার ৫০ বছর বয়সী পিতা কোভিড-১৯ এ আক্রান্ত। তার অক্সিজেন প্রয়োজন। আরেক রাত না হলেও অন্তত সন্ধ্যার আগ নাগাদ সে অক্সিজেন পাবে না বলেই আশা করছে। খালি হাতে বাড়ি ফিরে যাওয়ার কোন মানে নেই বলে উল্লেখ করলো সুসা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।