Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’ঘণ্টার মধ্যেই মৃত্যু গুজরাটে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভ্যাকসিন নেওয়ার দু’ঘণ্টার মধ্যেই ভারতের গুজরাটের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। ৩০ বছর বয়সী ওই কর্মীর লাশ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। যদিও প্রাথমিকভাবে তাদের ধারণা, হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে তার। জিগনেশ সোলাঙ্কি নামের ওই পরিচ্ছন্নতাকর্মী ভদোদরার পৌরসভায় কাজ করতেন। রোববার সকালে তাকে ভ্যাকসিন দেওয়া হয়। এরপর তিনি বাড়ি ফিরে যান। কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যেই জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। দ্রæত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার আকস্মিকতায় শোকে মুহ্যমান সোলাঙ্কির স্ত্রী দিব্যা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি জানতামই না উনি ভ্যাকসিন নিতে যাচ্ছেন। এই নিয়ে আমাদের কোনও কথাই হয়নি। পরে তিনি বাড়িতে ফিরে মেয়ের সঙ্গে খেলতে খেলতেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। আমাদের ধারণা, ভ্যাকসিন নেওয়ার জন্যই এভাবে হঠাৎ মৃত্যু হল তার।’ এমন দাবি অবশ্য অস্বীকার করছেন হাসপাতাল সুপার রঞ্জন আইয়ার। তার দাবি, দেড় বছর আগেই সোলাঙ্কির বুকে ব্যথা হয়েছিল। সেই সময় হাসপাতালেও ভর্তি হতে হয় তাকে। ভ্যাকসিন নেওয়ার আগে নিজের এই শারীরিক অবস্থার কথা জানানো উচিত ছিল সোলাঙ্কির। কিন্তু তিনি তা জানাননি। সুপারের মতে, সম্ভবত হার্ট অ্যাটাকের ফলেই মৃত্যু হয়েছে তার। কে২৪।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ