Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দাবানল পার্থে
অস্ট্রেলিয়ার শহর পার্থে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া স্থানীয়দের অনেকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। করোনাভাইরাস লকডাউনের মধ্যে দাবানলের ঘটনা ঘটেছে। ঝড়ো বাতাসের কারণে আগুন আরও বিস্তৃত হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র বাতাসের কারণে ৭৫ কিলোমিটার জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এরইমধ্যে ৩০টি বাড়ি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জীবন বাঁচাতে লকডাউনের ভেঙে হলেও স্থানীয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহবান জানানো হয়েছে। এবিসি।


সব ফ্লাইট বন্ধ
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দায়িত্বে থাকা দেশটির সরকারি সংস্থা দেশের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে। সোমবার রাতে মিয়ানমারে অবস্থিত মার্কিন দূতাবাস ফেসবুক পোস্টে জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন দূতাবাস ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করে বলেছে, তারা মিয়ানমারের নেত্রী অং সান সু চির আটকের পাশাপাশি ইয়াঙ্গুনসহ বেশ কয়েকটি শহরে ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখার বিষয়ে অবগত রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।


জাতিসংঘের আশঙ্কা
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে বসবাসরত প্রায় ৬ লাখ রোহিঙ্গাদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার এক জাতিসংঘ মুখপাত্র এই আশঙ্কার কথা জানিয়েছেন। সোমবার সকালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মিয়ানমারের ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী। ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সামরিক অভিযানে নিপীড়নের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয়
নেয়। রয়টার্স।


যুক্তরাষ্ট্রের চুক্তি
ঘরে বসেই কোভিড-১৯ পরীক্ষা করার টেস্ট কিট উৎপাদনকারী অস্ট্রেলীয় প্রতিষ্ঠান এলুমের সঙ্গে কাজ করছে মার্কিন প্রতিরক্ষা এবং স্বাস্থ্য ও মানব সেবা মন্ত্রণালয়। সোমবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রে টেস্ট কিটের যোগান বৃদ্ধি করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এ নিয়ে হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সিনিয়র উপদেষ্টা অ্যান্ডি সøাভিট বলেন, এলুম তাদের উৎপাদন বৃদ্ধি করেছে এবং ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রতিমাসে এক লাখ টেস্ট কিট যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ