মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের হোটেল ও অন্যান্য আবাসন ব্যবস্থায় অতিথি আগমন গত বছর কমেছে ৪৮ দশমিক ৬ শতাংশ। করোনা নিয়ন্ত্রণে সীমান্ত বন্ধ এবং অভ্যন্তরীণ ভ্রমণে বিধিনিষেধ আরোপে এ খাতে রেকর্ড পতন হয়েছে। গত শুক্রবার প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। জাপান ট্যুরিজম এজেন্সি বলছে, গত বছর হোটেলে আতিথেয়তা গ্রহণ করেছেন ৩০ কোটি ৬১ লাখ ৮০ হাজার গ্রাহক। উল্লেখ্য, এ উপাত্তে থাকা অনেককেই দুই বা ততোধিকবার গণনা করা হয়েছে। ২০০৭ সালে উপাত্ত রাখা শুরুর পর সর্বনিম্ন গ্রাহক পেল হোটেল ও অন্যান্য আবাসন প্রতিষ্ঠান। গত বছর মোট অতিথির ২৮ কোটি ৮১ লাখ ছিলেন স্থানীয় গ্রাহক, যা ২০১৯ সালের তুলনায় ৪০ শতাংশ কম। এছাড়া বিদেশী অতিথিসেবা গ্রহণকারীদের সংখ্যা ৮৪ দশমিক ৪ শতাংশ কমে ১ কোটি ৮০ লাখ ৮ হাজারে দাঁড়িয়েছে। অবশ্য গত বছরের শেষ মাসে অতিথিসেবা গ্রহণকারীর সংখ্যা ২৪ দশমিক ৪ শতাংশ কমে ২ কোটি ৮৬ লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে। কিয়োডো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।