প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
একসঙ্গে টানা চারটি নতুন গানে কণ্ঠ দিলেন সঙ্গীতশিল্পী সালমা। সাধারণত একটি গান রেকর্ড করে তা পূর্ণাঙ্গ রূপ দিতে বেশ সময় লাগে। ঠিক মতো সুরে গাওয়া হচ্ছে কিনা, মিউজিক ঠিক আছে কিনা এবং তা সংশোধনে কাজটি সময়সাপেক্ষ। একদিনে এ কাজ সম্ভব হয় না। তাবে এক্ষেত্রে ব্যতিক্রম ঘটিয়ে সালমা পরপর চারটি গান গাইলেন। মাত্র দুই ঘণ্টায় গানগুলো গেয়েছেন। এতে গীতিকার, সংগীত পরিচালক সবাই অবাক হয়েছেন। গানগুলো সালমা যথাযথভাবেই গেয়েছেন। স¤প্রতি লালমাটিয়ায় সংগীত পরিচালক রেজওয়ান শেখের স্টুডিওতে এ চার গানে কণ্ঠ দেন সালমা। তিনি বলেন, একটানা গান গাওয়া আমার অভ্যাসে পরিণত হয়েছে। দ্রুত গানের সাথে মিশে যাওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে। ফলে গাইতে তেমন সমস্যা হয়নি। যে চারটি গানে কণ্ঠ দিয়েছি সেগুলো একটি থেকে আরেকটি পুরোপুরি আলাদা। চেষ্টা করেছি, ভালোভাবে সবগুলো গান গাওয়ার। ভালোবাসা দিবস উপলক্ষে গানগুলো প্রকাশ হবে বিভিন্ন ব্যানার থেকে। এদিকে সালমা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নতুন গান নিয়ে। জানুয়ারিতে এক ডজনের মতো নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। স্টেজ শোও করছেন। করোনার কারণে সম্মানীও কমিয়েছেন। সালমা বলেন, করোনার এ পরিস্থিতি মাথায় রেখে সংগীতাঙ্গনের ভালোর জন্যই সম্মানী কমিয়েছি। সহনীয় সম্মানীতে যেন ছোট-বড় কোম্পানিগুলো কাজ করতে পারে, এজন্য এমন সিদ্ধান্ত নিয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।