Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসন্ন গোল্ডেন গ্লোবে সিসিল বি ডিমিল অ্যাওয়ার্ড পাবেন জেন ফন্ডা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০২ এএম

৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হ্যানয় জেন নামে খ্যাত হলিউড কিংবদন্তী এবং সমাজকর্মী জেন ফন্ডাকে সিসিল বি ডিমিল সম্মাননা পাবেন। গোল্ডেন গ্লোবের আয়োজক হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন (এইচএফপিএ) জানিয়েছে। বিনোদন জগতে স্থায়ী অবদানের জন্য এইচএফপিএ বোর্ড সদস্যদের সিদ্ধান্তে এই সম্মাননা দেয়া হয়। ২৮ ফেব্রুয়ারি আসন্ন গোল্ডেন গ্লোব সন্ধ্যায় সাতবার গোল্ডেন গ্লোব জয়ী এই অভিনেত্রীকে এই পুরস্কার দেয়া হবে। এইচএফপিএ’র প্রেসিডেন্ট আলি সার জানিয়েছেন ৮৩ বছর বয়সী অভিনেত্রীকে এই সম্মাননা দিতে পারবে বলে অ্যাসোসিয়েশন সম্মানিত বোধ করছে। ফন্ডা ইতোমধ্যে দুবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার), একবার এমি এবং একবার এএফআই অ্যাওয়ার্ড জয় করেছেন। তিনি হবে ৬৭তম সিসিল বি ডিমিল পুরস্কার জয়ী এবং এই পুরস্কার জয়ে ১৬তম নারী। ছয় দশকের ক্যারিয়ারে জেন ফন্ডা ‘জুলিয়া’, ‘কামিং হোম’, ‘ক্ল্যুট’ এবং ‘নাইন টু ফাইভ’-এর মত চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সর্বশেষ ফিল্ম ‘বুক ক্লাব’ ২০১৮তে মুক্তি পেয়েছে’ বর্তমানে এর সিকুয়েলের কাজ চলছে। এছাড়া তিনি নেটফ্লিক্সের ‘গ্রেস অ্যান্ড ফ্র্যাঙ্কি’ কমেডি সিরিজে অভিনয় করছেন। ফন্ডা স¤প্রতি ওয়াশিংটন ডিসিতে আবহাওয়া পরিবর্তন নিয়ে এক প্রতিবাদ কার্যক্রমে অংশ নিয়ে আলোচনায় আসেন। সমাজ সচেতনতা নিয়ে প্রতিবাদে অংশ নিতে গিয়ে তিনি বেশ অনেকবার গ্রেফতার হয়েছেন। ওয়াল্ট ডিজনি, জুডি গারল্যান্ড, জন ওয়েন, ফ্র্যাঙ্ক সিনাত্রা এবং অভিনেত্রীর বাবা হেনরি ফন্ডা এর আগে সিসিল বি ডিমিল সম্মাননা অর্জন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ