Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরো দুই’শ প্রবাসী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ৫:০৭ পিএম | আপডেট : ৫:০৮ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২১

যুক্তরাজ্য থেকে সিলেটে এসেছেন আরও দুই’শ জন প্রবাসী। আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে সিলেটে এসে পৌছেন তারা। সিলেট বিমান অফিসের জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার বলেন, লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ২৩৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের ফ্লাইট বিজি-২০২ আজ দুপুর সাড়ে ১২টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছে। পরে ৩৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকা অভিমুখে রওয়ান দেয়। তবে এ ফ্লাইটের ২০০ জন প্রবাসী সিলেটে নামেন। সরকারি নিয়ম অনুযায়ী চারদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে তাদের। এদিকে, সিলেট বিমানবন্দরে ২০০ জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৪ দিনের কোয়ারেন্টিন পালনের জন্য নির্ধারিত হোটেলে নিয়ে যাওয়া হয় তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রবাসী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ