Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করণ জোহরের প্রেমের ছবিতে রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪১ পিএম

আবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। শোনা যাচ্ছে, করণ জোহরের পরিচালনায় একটি প্রেমের ছবিতে অভিনয় করবেন তাঁরা। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর আদলেই লেখা হয়েছে এই নতুন ছবির চিত্রনাট্য। লকডাউনে চিত্রনাট্যের কাজ শেষ করেছেন করণ। আলিয়া ও রণবীরের সঙ্গে ছবির গল্প নিয়ে আলোচনাও হয়ে গিয়েছে। দুই অভিনেতাই সম্মতি জানিয়েছেন ছবিতে।

করণের পরিচালনায় ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়েই আলিয়ার বলিউডে পা রাখা। ইন্ডাস্ট্রিতে করণকে নিজের শিক্ষক ও অভিভাবক মনে করেন আলিয়া। কিন্তু রণবীরকে এই প্রথম বার করণের পরিচালনায় অভিনয় করতে দেখা যাবে।

‘গাল্লি বয়’-এ রণবীর-আলিয়ার জুটি বেশ পছন্দ করেছিলেন দর্শক। তা ছাড়া তাদের বন্ধুত্ব অফস্ক্রিনেও বেশ আলোচিত। বর্ষবরণে রণবীর ও আলিয়া সপরিবার একসঙ্গে ছুটি কাটিয়েছেন রাজস্থানে। অনেকে মনে করছেন, রণবীর-আলিয়ার এই রসায়নই তার ছবিতে কাজে লাগাতে চলেছেন করণ। তবে এখনও পরিচালক বা ধর্মা প্রোডাকশনসের তরফে নতুন ছবির কোনও ঘোষণা করা হয়নি। করণের পরবর্তী ছবি ‘তখত’-এও দেখা যাবে দু’জনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ