Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬২ বছরে পদার্পণ করল বলাকা সিনেওয়ার্ল্ড

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঢাকার প্রাচীনতম সিনেমা হলের মধ্যে নিউ মাকের্টস্থ বলাকা সিনেমা হল একটি। সিনেমা হলটি এ বছর ৬২ বছরে পা দিয়েছে। এই ৬২ বছরে সিনেমা হলটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখার জন্য এর পরিবেশ বরাবরই উন্নত ছিল। হলটির অবয়বেও পরিবর্তন এসেছে। স্টার সিনেপ্লেক্স, বøকবাস্টার-এর সাথে তাল মিলিয়ে হলটিতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি। এটি এখন সিনেওয়ার্ল্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। ডিজিটাল সাউন্ড সিস্টেমসহ এর পিকচার কোয়ালিটি উন্নত করা হয়েছে। বলাকা সিনেওয়ার্ল্ড-এর ম্যানেজার রনি জানান, অনেক সিনেমা হলে বলিউড-হলিউড সিনেমা চালায়। আমরা কিন্তু তা করছি না। বাংলাদেশের সিনেমাকে বেশি অগ্রাধিকার দিচ্ছি। কেননা আমরা সবাই চাই বাংলাদেশ চলচ্চিত্র আবার আগের ধারায় ফিরে আসুক। হলটির ৬২ বছরের অগ্রযাত্রা সম্ভব হয়েছে দর্শকদের কারণে। তাই আমি দর্শক ও এ সিনেমা হলের সাথে জড়িতদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, বলাকা সিনেওয়ার্ল্ড শুধু সিনেমা প্রদর্শনেই সীমাবদ্ধ নয়। প্রতি বছর নানা রকম আয়োজনও আমরা করি। প্রয়াত শালমান শাহ্ ফেস্টিভ্যাল, ওয়ার্ল্ড মুভি ফেস্টিভ্যালের মতো নানা আয়োজন থাকে। টিকেট সিস্টেমেও আমরা পরিবর্তন করেছি। এখন থেকে অনলাইনে দর্শক টিকিট বুকিং দিতে পারবেন। আশা করি, দর্শকের সব ধরনের সুবিধা নিয়ে বলাকা সিনেওয়ার্ল্ড সব সময় কাজ করে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৬২ বছরে পদার্পণ করল বলাকা সিনেওয়ার্ল্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ