Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ চাপায় নিহত-১, আহত-২

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ৭:০৮ পিএম

সুবর্ণচর উপজেলার আটকপালিয়া এলাকায় মালবাহী পিকআপ ভ্যান চাপায় মনোয়ারা বেগম (৪৫) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। ঘটনায় নিহতের ছেলে সালা উদ্দিন (২৫) ও অটোরিকশা চালক ইসমাইল হোসেন (৩২) আহত হয়েছেন।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে সাইফ মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম চরজব্বার গ্রামের নূরুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাড়ী থেকে আট কপালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন মনোয়ার বেগম ও তার ছেলে। পথে অটোরিকশাটি সাইফ মার্কেট এলাকায় পৌঁছলে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে পিছন থেকে চাপা দেয়। এতে রিকশাটি ধুমড়েমুছড়ে গিয়ে মনোয়ারা, সালা উদ্দিন ও ইসমাইল হোসেন আহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে মনোয়ারা বেগমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয় লোকজন পিকআপ গাড়ীটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

চরজব্বার থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাহেনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ