মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নোবেল শান্তি পুরস্কারের জন্য বর্ণবাদবিরোধী আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটারের নাম প্রস্তাব করা হয়েছে। নরওয়ের একজন সংসদ সদস্য গতকাল এ প্রস্তাব করেন।
২০১৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ অন্দোলন। এরপর আফ্রিকান-আমেরিকানদের ওপর ঘটা একাধিক নিষ্ঠুর ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক স্লোগানে পরিণত হয় এটি। জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলর ও আরও কিছু মৃত্যুর পর এ আন্দোলন যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নরওয়ের সংসদ সদস্য পেটার এইডে বলেন, জাতিগত অবিচার নিয়ে কাজ করার জন্য এ আন্দোলনটি অন্যতম শক্তিশালী বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়েছে
বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্য, মন্ত্রী, সাবেক নোবেল বিজয়ীসহ কয়েক হাজার মানুষ নোবেল পুরস্কারের জন্য নাম প্রস্তাব করতে পারেন। এবারের নোবেল পুরস্কারের জন্য আজ রোববার পর্যন্ত নাম প্রস্তাব করা যাবে। সূত্র : দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।