Inqilab Logo

মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিনেমা ও নাটকের অভিনয়ে ব্যস্ত নরেশ ভূঁইয়া

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

অভিনেতা ও নাট্যনির্দেশক নরেশ ভূঁইয়া এখন অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’, অমিতাভ রেজা চৌধুরীর ‘রিক্সাগার্ল’, দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’, নীশিত সূর্যের ‘পায়রার চিঠি’ এবং মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’। সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়ে নরেশ ভূঁইয়া বলেন, ‘অনেকেই বলেন, আগের দিনের মতো একদিন সিনেমার দিন ফিরে আসবে। এটা আসলে আর হবে না। আগের দিনের মতো সিনেমার দিন হয়তো আর ফিরে আসবে না। আগের মতো সিনেমার প্রযোজক ব্যবসা করতে পারবেন, তারও সম্ভাবনা আমি দেখছি না। নানা মাধ্যমে সিনেমা মুক্তি পাবে, দর্শক সিনেমা দেখবে। আলোচনা হবে। বাংলাদেশের সিনেমার প্রযোজকেরা আগে যে ব্যবসা করতেন বা যেভাবে লাভবান হতেন তার সম্ভাবনা খুব কম। এটা আমার ধারনা। আমার এই ধারনার সাথে অন্যের ধারনা নাও মিলতে পারে।’ এদিকে নরেশ ভূঁইয়া এরইমধ্যে শেষ করেছেন শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরিচিকা’র কাজ। অভিনয় করছেন সঞ্জিত সরকার পরিচালিত ধারাবাহিক ‘চিটিং মাস্টার’ ও তাসিদক খান পরিচালিত ‘বাকের খনি’ ধারাবাহিকে। নরেশ ভূঁইয়া মূলত একজন সাংবাদিক। তিনি সিনেমা পত্রিকা চিত্রালীতে সাংবাদিকতা করেছেন। আশির দশকের শেষপ্রান্তে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ সালাহ উদ্দিন জাকীর প্রযোজনায় তিনি ১৯৭২ সালে ‘চাবির দু:খ’ নাটকে প্রথম অভিনয় করেন। ২০০০ সাল থেকে পেশাদার অভিনেতা হিসেবে নিয়মিত অভিনয় শুরু করেন। তার স্ত্রী শিল্পী সরকার অপু নাট্যকার ও অভিনেত্রী। তাদের সন্তান ইয়াশ রোহান এই প্রজন্মের নায়ক। নরেশ ভূঁইয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’। তার অভিনীত প্রথম সিনেমা হুমায়ূন কবির পরিচালিত ‘সাহেব বিবি গোলাম’। তবে মুসা আহমেদ প্রযোজিত বিটিভির ধারাবাহিক ‘মাটির কোলে’ নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। ‘ভালোবাসি সুধাইওনা কারে ভালোবাসি’ এটি তার নির্মিত প্রথম নাটক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরেশ-ভূঁইয়া
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ