Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিমপুর-এর নতুন পর্ব

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

হালুম, ইকরি, টুকটুকি, শিকু। ছোটদের কাছে খুব প্রিয় কিছু চরিত্র। রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি মিকরি খুবই ভাবুক। আর, শিকু হলো খুবই যুক্তিবাদী ও বিজ্ঞানপ্রেমী এক শিয়াল। হালুম, টুকটুকি, ইকরি, শিকু আর তাদের মজার মজার বন্ধুরা সব থাকে সিসিমপুরে। আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানারকম খেলার মজার আয়োজন ‘সিসিমপুর’। শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি সপ্তাহে ছয়দিন প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে। প্রতি শুক্রবার সকাল ৯ টায় প্রচার হচ্ছে সিসিমপুরের নতুন পর্ব। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬ টায় প্রচার হচ্ছে পুরনো পর্বগুলো। অনুষ্ঠানটিতে শিশু ও অভিভাবকদের কাছে ভাষা ও বর্ণ, পরিবেশ, সমতা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যকর অভ্যাস চর্চা, প্রাকৃতিক দুর্যোগ, রাস্তা পারাপার সংক্রান্ত নিরাপত্তা, সামাজিক আচার আচরণ ও মূল্যবোধ, দেশীয় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য ইত্যাদি তুলে ধরা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিসিমপুর

৩১ জানুয়ারি, ২০২১
২৭ সেপ্টেম্বর, ২০২০
১৫ এপ্রিল, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ