বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা সংকটে পরিক্ষা বিহীন বিশেষ ব্যবস্থায় ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে বরিশাল শিক্ষা বোর্ডেও শতভাগ ছাত্রÑছাত্রী উত্তীর্ণ হয়েছে। তবে এ শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ৩৩১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮ হাজার ৯২০ পরিক্ষার্থীর মধ্যে জেএসসি ও এসএসসি’র মেধানুযায়ী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫ হাজার ৫৬৮ ছাত্রÑছাত্রী। যা মোট পরিক্ষার্থীর মাত্র ৮.০৮%।
এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফেলেও জিপিএÑ৫ সহ উত্তীর্ণের হারে বিজ্ঞান বিভাগের পাশাপাশি প্রতিটি বিভাগে মেয়েদের সাফল্যের হার বেশী। গোটা শিক্ষা বোডের্ যেখানে মাত্র ২,২৭৪ ছাত্র জিপিএ-৪ প্রপ্তির যোগতা অর্জন করেছে, সেখানে মেয়েদের সংখ্যাটা ৩,২৯৪। অপর দিকে এ শিক্ষা বোর্ডে সর্বমোট ৫,৫৬৮ জন জিপিএ-৫ প্রাপ্তির যোগ্যতা অর্জনের মধ্যে বিজ্ঞান বিভাগেই রয়েছে ৪,২৫৮ জন । যার শতকরা হার ৩০.০১%। এ বিভাগেরও মেয়েদর সাফল্য বেশী। মানবিক বিভাগে ২.৪৫% এবং ব্যবসা শিক্ষা বিভাগে ২.২৪% ছাত্রÑছাত্রী জিপিএ-৫ প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছে বলে জানা গেছে।
এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফলে ৪ থেকে <৫ গ্রেড নিয়ে পাশের সংখ্যা ২১,৩৫৬। যা মোট পরিক্ষার্থীর ৩০.৯৯%। জিপিএ ৩.৫ থেকে <৪ নিয়ে উত্তীর্ণের যোগ্যতা অর্জনকারীর সংখ্যা ১৭,১৪১ বা ২৪.৮৭%। ৩ থেকে <৩.৩৫ গ্রেডে উত্তীর্ণের সংখ্যা ১৩,৭২৬ বা ১৯.৯২%। ২ থেকে <২.৩ গ্রেডে পাশের সংখ্যা ১০,৭২১ বা ১৫.৫৬ %। আর ১ থেকে <২ গ্রেডে পাশের সংখ্যা ৪০৮ জন বা ০.৫৯%।
সমগ্র দক্ষিণাঞ্চলে যে ৫,৫৬৮ জন জিপিএ-৫ প্রাপ্তির যোগ্যতা অর্জনের করেছে, তার মধ্যে বরগুনার ৭ হাজার পরিক্ষার্থীর মধ্যে ৪৫৭ জন, পিরোজপুরের ৮ হাজার ৪শ পরিক্ষার্থীও মধ্যে ৪০৩জন, ঝালকাঠীর ৪ হাজার ৯শ পরিক্ষার্থীর মধ্যে ১৭০ জন। পটুয়াখালীতে ১৩,৪৫৭ পরিক্ষার্থীর মধ্যে ৬৯৪ জন, ভোলাতে ১১,০৪৩ পরিক্ষার্থীর মধ্যে ৭৭৭ জন এবং বরিশালে ২৪,১০৯ পরিক্ষার্থীর মধ্যে ২,৮৯৭ জন জিপিএ-৫৪ প্রাপ্তির যোগ্যতা অর্জন করেছে।
শণিবার বরিশাল শিক্ষাবোর্ডের ফালাফল প্রায় সব ছাত্রÑছাত্রীর কাছে এসএমএস যোগে পৌছে দেয়া হয়েছে। রোববার সকালে সকল শিক্ষা প্রতিষ্ঠানেও ফলাফল পৌছে দেয়া হবে বলে শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানিয়েছেন। ফলাফলের ব্যপারে যেকোন আপত্তি আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানালে বোর্ড কতৃপক্ষ তা বিবেচনায় নেবেন বলেও পরিক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।