Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বাসের ধাক্কায় শিশু নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১১:৩৬ পিএম

রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ ফয়সাল (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে সে মারা যায়।

নিহতের মামা নূর জালাল ও বাবা ফারুক হোসেন জানান, গতকাল বিকেলে বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ফয়সাল। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানে থেকে নেয়া হয় ঢামেকে। পরে সেখানে মারা যায় সে।
নিহত ফয়সাল রায়ের বাজার এলাকায় জরিনা সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামে। তার বাবা পেশায় রিকশাচালক, মা গৃহপরিচারিকার কাজ করেন। বাবা-মায়ের সঙ্গে সে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার হাশেমের টিনশেড ৭৭/৭৬ নম্বর বাসায় থাকত।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হন্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ