Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পি কে হালদারের আরো দশ সহযোগীকে দুদকে তলব

দুই হাজার কোটি টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০২১, ১২:৪৩ এএম

প্রশান্ত কুমার (পিকে) হালদারের আরও ১০ সহযোগিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের তলবি নোটিশ পাঠান। আগামি ২ এবং ৩ ফেব্রæয়ারি তাদের পর্যায়ক্রমে হাজির হতে বলা হয়েছে।

দুদক সূত্র জানায়, পিপসল লিজিং থেকে ২ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ অনুসন্ধান প্রক্রিয়ায় তাদের তলব করা হয়েছে। তলবকৃতদের মধ্যে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির ৪ জন, এক্সসিলেন্ট বির্ল্ডাস লিমিটেড, কর্ণপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এলাইড সোলার এনার্জি লিমিটেডের ২ জন করে শীর্ষ কর্মকর্তা রয়েছেন।

তলবি নোটিশ অনুযায়ী, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির মালিক গিয়াস উদ্দিন চৌধুরী, পরিচালক সামির কাদের, সামিহা কাদের চৌধুরী এবং সাজিয়া কাদের চৌধুরী, এক্সসিলেন্ট বির্ল্ডাস লিমিটেডের এমডি হাসিকুর বাশার এবং চেয়ারম্যান সুলতানা আয়রিন পারভীনকে ২ ফেব্রæয়ারি হাজির হতে বলা হয়েছে। কর্ণপুর এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. আকতার হোসাইন বুলবুল, ব্যবস্থাপনা পরিচালক মোছা. ফরিদা জাহান বুলবুল, এলাইড সোলার এনার্জি লিমিটেডের চেয়ারম্যান মো. মোস্তফা আল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুল্লাহকে হাজির হতে বলা হয়েছে ৩ ফেব্রæয়ারি।

এর আগে গত ২৪ ও ২৫ জানুয়ারি পি কে হালদারের দুর্নীতির কার্যক্রমে সহযোগিতাকারী ৩৩ জনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা করে দুদক। এসব ব্যক্তি পিকে হালদার মামলা সংশ্লিষ্ট ৫ প্রতিষ্ঠানের কর্মকর্তা। অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এসব মামলা করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাকা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ