মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে নভেল করোনাভাইরাসের কয়েকটি নতুন ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বের অনেক দেশে। এ নিয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। যুক্তরাজ্য থেকে ছড়ানো করোনার নতুন ভ্যারিঅ্যান্ট বা ধরন মোট ৭০ দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। করোনাভাইরাসের এই ভ্যারিঅ্যান্ট অতিসংক্রামক বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় খুঁজে পাওয়া করোনার নতুন মিউট্যান্ট স্ট্রেইনও ছড়াতে শুরু করেছে। ডব্লিউএইচও বলছে, দক্ষিণ আফ্রিকা থেকে উদ্ভ‚ত নতুন স্ট্রেইনটি এই মুহ‚র্তে বিশ্বের অন্তত ৩১টি দেশে খুঁজে পাওয়া গেছে। এ ছাড়া ব্রাজিল শনাক্ত হওয়া আরেকটি ভ্যারিঅ্যান্ট বিশ্বের আটটি দেশে ছড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ডব্লিউএইচও বলছে, এসব নতুন ভ্যারিঅ্যান্টে সংক্রমণ মাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কি না কিংবা এসব ভ্যারিঅ্যান্ট গুরুতর কি না অথবা এসব ভ্যারিঅ্যান্টের কারণে অ্যান্টিবডি নিষ্ক্রিয় হওয়ার কোনো আশঙ্কা আছে কি না, তা জানতে আরো গবেষণা প্রয়োজন। এদিকে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার কোভিড টিকা নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধেও কার্যকর বলে দাবি করা হয়েছে। বায়োগাইভ ডটকমে প্রকাশিত প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেক-এর টিকা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। একটি ল্যাব টেস্টে অংশগ্রহণকারীদের রক্তের বিশ্লেষণের ভিত্তিতে উৎসাহব্যঞ্জক এই ফলাফল পাওয়া গেছে। এই সমীক্ষা প্রতিবেদনের ১১ জন গবেষকের মধ্যে দুইজন হলেন বায়োএনটেকের সহ-প্রতিষ্ঠাতা উগুর শাহিন এবং ওজলেম টুয়েরেসি। শাহিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং তার স্ত্রী টুয়েরেসি চিফ মেডিক্যাল অফিসার। অন্যদিকে নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে মডার্নার কোভিড টিকা কার্যকর বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা। মডার্না ল্যাবের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এই টিকা দেওয়ার পর শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতার তৈরি হয়, সেটি নতুন ধরনটি শনাক্ত ও ঠেকাতে সক্ষম হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।