Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএনসি’র কবি নজরুলের মৃত্যুবার্ষিকী পালন নজরুল চর্চা জঙ্গিবিরোধী মনন তৈরি করবে পদক পেলেন কবি ম. মীজানুর রহমান

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : পাশ্চাত্য-জীবনাচরণ ও পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি ও মিডিয়া তরুণ মনে হিংসা, বিদ্বেষ, জিঘাংসা তথা জঙ্গি মনোভাবের সৃষ্টি করছে। এর থেকে পরিত্রাণের অন্যতম মাধ্যম হলো নজরুলের সাহিত্য ও সংগীতকে জীবনের সকল স্তরে প্রাণ খুলে গ্রহণ করা। নজরুল চর্চা বৃদ্ধির মাধ্যমে জঙ্গিবাদকে ঠেকানো সম্ভব। বিশিষ্টজনেরা এমন বক্তব্য রাখেন নজরুলের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সিএনসি’র অনুষ্ঠানে। ধানমন্ডির নবাব হাসান আলীর বাসভবনে শনিবার অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ও সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কবি আ.শ.ম বাবর আলী ও সাহিত্যিক জাফরুল আহসান। প্রধান আলোচক ছিলেন অনুবাদক ও গবেষক ম. মীজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি ফয়জুল কবীর ও কবি আতিক হেলাল। স্বাগত কথা রাখেন সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক। অনুষ্ঠানের বিশেষ এক পর্বে ম. মীজানুর রহমানকে ‘নজরুল সিএনসি পদক-২০১৬ প্রদান করা হয়। সংগীত পর্বে অংশগ্রহণ করেন শিল্পী মাসুদ রানা, শিল্পী আনওয়ারুদ্দীন ফকির ও শিল্পী আমিনুল ইসলাম। নিবেদিত কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি জাকির হোসেন, নূর-ই ইলাহী, শাহজাহান মো., রবিউল ইসলাম, আতিকুল হাসান, রওশন আরা বেগম, সাবরিনা আহমদ চায়না, জাফর পাঠান, শামীম আরা আখতার, সাঈদ জোবায়ের ও লুতফর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নূরুল ইসলাম মামুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ