Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পপির বিয়ে নিয়ে আবারও গুঞ্জণ

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করা সিনিয়র চিত্রনায়িকা পপি এখনও বিয়ে করেননি। তার সমসাময়িক নায়িকারা বিয়ে করে ঘর-সংসার করছেন। বিভিন্ন সময়ে বিয়ে সংক্রান্ত প্রশ্নে তিনি যোগ্য পাত্র না পাওয়ার কথা বলেছেন। এ কথার মধ্যেই তার বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জণ শোনা গিয়েছে। সঠিক তথ্যের অভাবে গুঞ্জণের সত্যতা পাওয়া যায়নি। তবে ইদানিং তার বিয়ের খবর আবারও রটেছে। চলচ্চিত্রাঙ্গণের অনেকে বলছেন, পপি বিয়ে করেছেন। এক প্রবাসীকে বিয়ে করে ঘর-সংসারও পেতেছেন। তার দীর্ঘদিনের ইস্কাটনের বাসা ছেড়ে গুলশানে প্রবাসীর ফ্ল্যাটে উঠেছেন। এ ব্যাপারে পপির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি অনেকটা আড়ালে রয়েছেন। পপি যদি বিয়ে করেই থাকেন, তা আনন্দের সংবাদ। এ নিয়ে রাখঢাকের কিছু নেই। কারণ, তার বয়সও কম হয়নি। চলচ্চিত্রের ক্যারিয়ারও প্রায় দুই যুগ হয়ে গেছে। এ প্রেক্ষিতে, তিনি বিয়ে করতেই পারেন। এটা লুকোচুরির বিষয় নয়। পপি যদি বিয়ে করেই থাকেন, তবে এ আনন্দ সংবাদ সবাইকে জানানো উচিত। তার সমসাময়িক নায়িকারা বিয়ে করেও চলচ্চিত্রে অভিনয় করছেন। বিয়ে করার কারণে তাদের ক্যারিয়ারে প্রভাব পড়েনি। এখন আর দর্শক বিয়ে করা নায়িকা পছন্দ করে না, এ ধারণা উঠে গেছে। পপি যদি বিয়ে করেই থাকেন, তা ঘোষণা দিয়ে তার ভক্তদের জানান দিতে পারেন। অভিনয়ও নিয়মিত চালিয়ে যেতে পারেন। আর বিয়ে যদি না করে থাকেন, এ ব্যাপারেও তার বক্তব্য দেয়া উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পপির-বিয়ে

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ