Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জামানত হারিয়েছেন ৩ মেয়র প্রার্থীসহ ১২ জন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ৩:৫০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে অংশ গ্রহণকারী ৫০ প্রার্থীর মধ্যে সর্বনিম্ন ভোট পাওয়ায় ৩ মেয়র প্রার্থীসহ ১২ প্রার্থী জামানত হারিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১১ হাজার ৬৯৭ জন। এর মধ্যে ১৮৯ টি ভোট বাতিল হয়। নির্বাচনী বিধি মোতাবেক মোট প্রদত্ত ভোটের হিসাব হতে মেয়র পদে ৭ প্রার্থীর মধ্যে ৩ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ কুমার সাহা (মোবাইল ফোন) প্রাপ্ত ভোট ৯৩৪, বিএনপি মনোনীত প্রার্থী আবু খায়ের মোঃ মশিউর রহমান সবুজ (ধানের শীষ) প্রাপ্ত ভোট ২০০, ও স্বতন্ত্র প্রার্থী আল শাহাদাৎ জামান জিকো (জগ) প্রাপ্ত ভোট ৪২। মেয়র পদে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল এক হাজার ৪৬২ ভোট। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর ১১ জনের মধ্যে ২ জন জামানত হারিয়েছেন। এরা হলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১ নং ওয়ার্ড (ওয়ার্ড নং-১,২,৩) এ লাভলী বেগম (আংটি) ৫৮২ ভোট, ২ নং ওয়ার্ড (ওয়ার্ড নং ৪,৫,৬) মাছুমা বেগম (জবাফুল) ১২০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অপরদিকে ৩২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন ১ নং ওয়ার্ডে আতাউর রহমান (ডালিম) ০৬ ভোট, সাইফুল ইসলাম (উটপাখি) ৪১ ভোট, কালিয়া চন্দ্র (পাঞ্জাবী) ১০১ ভোট। ২ নং ওয়ার্ডে মোঃ এনামুল হক (পানির বোতল) ৯৭ ভোট ও মোস্তাফিজার রহমান ওপেল (ডালিম) ১৮৯ ভোট। ৩ নং ওয়ার্ডে মহাব্বত আলী (পানির বোতল) ১৫ ভোট। ৭ নং ওয়ার্ডে নুর আলম সরকার (পাঞ্জাবী) ৬০ ভোট। এই নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী দুই বারের নির্বাচিত মেয়র আব্দুল্লাহ আল- মামুন (নৌকা) কে মাত্র ১৪৬ ভোটের ব্যবধানে হারিয়ে জাতীয় পার্টির আব্দুর রশিদ রেজা সরকার (লাঙ্গল) ২ হাজার ৭০৪ ভোট পেয়ে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ