বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের কালীগঞ্জ থেকে আশফাক (১৩) নামের এক মাদ্রাসাছাত্রকে অপহরণের করে দুর্বৃত্তরা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল পেয়ে এ ঘটনার ৪ চার ঘণ্টার মধ্যেই ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক।
আশফাক উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা গায়েন বাড়ির আরশেদ আলী ফিরোজের ছেলে। সে নগরভেলা এলাকার মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়ার হেফজ বিভাগের ছাত্র।
অভিযানে নেতৃত্বদানকারী কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ও উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম আশফাকের স্বজনদের বরাত দিয়ে জানান, মাদ্রাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে তুলে আশফাককে অপহরণ করে দুর্বৃত্তরা। এ সময় অপহরণকারীরা তার স্বজনদের কাছে ফোনে মুক্তিপণ হিসেবে ১ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কল করে অপহরণের বিষয়টি পুলিশকে জানান আশফাকের স্বজনরা।
এসআই আরও জানান, ফোন পাবার পর প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরের লোকেশন ট্রাক করা হয়। এরপর রাত ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে আশফাককে উদ্ধার করা হয়।
ওসি একেএম মিজানুল হক জানান ওই মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।