বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বদ্বিতাকারী সাধারণ কাউন্সিলর ৪০ প্রার্থীর মধ্যে ২১ জনের নামে ৪৩টি মামলা রয়েছে। এর মধ্যে দুই জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে ও দুই জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা বিচারাধীন রয়েছে। প্রার্থীদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী। উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন ৬ জন, স্বশিক্ষতি ৮ ও অক্ষরজ্ঞান সম্পন্ন আছেন দুই জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের প্রদত্ত হলফনামায় এ তথ্য জানা গেছে। আগামী ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
হলফনামা বিশ্লেষণে জানা যায়, ৪০ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৩৬ জনই ব্যবসায়ী। কয়েকজন তাদের ব্যবসার ধরণ উল্লেখ করলেও বেশিরভাগই দায়সারাভাবে লিখেছেন পেশা- ব্যবসা। এছাড়া একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, একজন কৃষক ও দুইজন সাংবাদিকতা করেন। প্রার্থীদের ২১ জনের নামে ৪৩টি মামলা রয়েছে। এ মামলার মধ্যে ১৬টিতে অব্যহতি পেয়েছেন ৯জন। অব্যহতি পাওয়া ৯ জনের মধ্যেও পাঁচ জনের নামে একাধিক মামলা রয়েছে। চারজনের নামে বর্তমানে কোন মামলা নেই। ৪০ জন প্রার্থীর মধ্যে ১৯ জনের নামে কোন মামলা বিগত দিনেও হয়নি, বর্তমানেও নেই। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মধ্যে মাত্র ৬ জন উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। ৬ জন উচ্চ মাধ্যমিক পাস, ৮ জন এসএসসি পাস, ৮ জন স্বশিক্ষিত ও দুইজন অক্ষরজ্ঞান সম্পন্ন। ১০ জন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে পড়েছেন। নির্বাচনে ৪০ জন প্রার্থীর মধ্যে ইতোপূর্বে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৪ জন। এর মধ্যে ৯ জনই বর্তমান পরিষদে কাউন্সিলর রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।