মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সোমবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো বিবৃতিতে কন্টে জানান, মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন। এদিন স্থানীয় সময় সকাল ৯টায় মন্ত্রিপরিষদের বৈঠক আহবান করা হয়েছে। সেখানে মন্ত্রিসভার সদস্যদের আনুষ্ঠানিকভাবে নিজের ইচ্ছার কথা জানাবেন তিনি। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাওয়ার কথা রয়েছে গুইসেপ কন্টের। কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর নতুন সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই সোমবার গুইসেপ কন্টের পদত্যাগের ঘোষণা এলো। করোনা মহামারিতে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইতালি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, এ মহামারিতে দেশজুড়ে উদ্ভ‚ত পরিস্থিতি মোকাবিলায় নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন গুইসেপ কন্টে। এর আগে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিতর্কের জেরে গত ১৩ জানুয়ারি গুইসেপ কন্টের জোট সরকার থেকে বেরিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি-র ইটালিয়া ভিভা পার্টি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।