Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফার্ক পার্টির নাম হচ্ছে কমিউনেস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

কলম্বিয়ার আলোচিত রাজনৈতিক দল কমন অল্টারনেটিভ রেভলিউশনারি ফোর্স (ফার্ক) এর নাম পরিবর্তন করে ‘কমিউনেস’ (বাংলায় এর অর্থ জনসাধারণ) রাখতে যাচ্ছে। পার্টির নেতা রড্রিগো লন্ডনো রবিবার টুইট করে বলেছেন, আমি কলম্বিয়া এবং আন্তর্জাতিক স¤প্রদায়কে অবহিত করতে চাই যে, আজ থেকে আমরা ‘কমিউনেস’ নামটি ব্যবহার করব, কারণ আমরা সাধারণ মানুষের একটি দল যারা সাধারণ মানুষের পক্ষে মঙ্গলময় ও ন্যায়বান একটি দেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। লন্ডনো টুইটারে আরও বলেন, এখন দেশের সব ডেমোক্র্যাটদের নিয়ে একটি দুর্দান্ত জোট গঠনের সময় এসেছে। জোটের এই পরিবর্তন ৫০ বছরেরও বেশি সময় ধরে দেশটির সশস্ত্র সংঘাতের ইতিহাস থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেয়, যে সংঘাতে বহু বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছিল। নাম পরিবর্তনের সিদ্ধান্তটি স¤প্রতি মেডেলিন শহরে আয়োজিত পার্টির একটি সমাবেশে গৃহীত হয়েছিল। দলকে এখন জাতীয় নির্বাচনী পরিষদে নতুন নামটি নিবন্ধন করতে হবে। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ