Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

৫০ শতাংশ
করোনা মহামারির সময় যুক্তরাজ্যে এনএসপিসিসি শিশু কল্যাণ হটলাইনে কল বেড়েছে ৫০ শতাংশ। দাতব্য সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এখন প্রতিদিন ৩০টির বেশি ফোন কল বেশি পাচ্ছে উদ্বিগ্ন অভিভাবকদের কাছ থেকে। এনএসপিসিসি সতর্ক করে জানিয়েছে, শিশুর পারিবারিক নিপীড়নের আশঙ্কায় হটলাইনে অভিভাবকদের ফোন কল বেড়েছে ৫৩ শতাংশ। পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি করোনাভাইরাস লকডাউন অব্যাহত থাকে। স্কাই নিউজ।


‘সন্ত্রাসী’ বললেন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার দেশের বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের আয়োজকদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন। পুতিন সোমবার তার দপ্তর থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় এ অভিযোগ করেন। বিক্ষোভ আয়োজনকে ‘বেআইনি’ উল্লেখ করে তিনি বলেন, আয়োজকরা ছিল ‘এমন সন্ত্রাসী’ যারা নারী ও শিশুদেরকে সামনে এগিয়ে দিয়েছিল। রুশ প্রেসিডেন্ট বলেন, আইনের আওতায় কথা বলার অধিকার সবার আছে। কিন্তু ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ আইন লঙ্ঘন শুধু ‘অগঠনম‚লকই’ নয় ‘বিপজ্জনকও’ বটে। আরটি।


তৃতীয় লিঙ্গের
মার্কিন সেনাবাহিনীতে যোগ দিতে তৃতীয় লিঙ্গের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০১৭ সালে ক্ষমতার আসার পরই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কেউ সুবিধা বঞ্চিত হবে বা কাজের সুযোগ হারাবে এমন ব্যবস্থা থাকবে না। জো বাইডেন বলেন, কোনওভাবেই লিঙ্গ পরিচয় সামরিক সেবার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়। সিএনএন।


জেনেভায় বৈঠক
সিরিয়ার সরকার, সরকারবিরোধী ও সিভিল সোসাইটির অংশগ্রহণে যুদ্ধবিধ্বস্ত দেশটির সংবিধান সংশোধনের উদ্দেশে সুইজারল্যান্ডের জেনেভায় এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতিসঙ্ঘের মধ্যস্থতায় পঞ্চম দফায় সিরিয়া সঙ্কটে জড়িত সব পক্ষের অংশগ্রহণে এই আলোচনা শুরু হয়। এর আগে জাতিসঙ্ঘের সিরিয়া বিষয়ক বিশেষ দ‚ত গায়ার পেডেরসেন জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে জানান, এই বিষয়ে এক বছরের বেশি সময় আলোচনা হয়েছে। এখন সময় হয়েছে সুসংগঠিত ও সুনির্দিষ্টভাবে আলোচনা নিশ্চিত করা। আল-জাজিরা


মুক্তি দেবে না
আফগান সরকারের জাতীয় নিরাপত্তা পরামর্শদাতা, হামদুল্লাহ মুহিব জানান, শান্তি চুক্তির অংশ হিসাবে যে ৬০০ জন তালিবান যোদ্ধাকে মুক্তি দেয়া হয়েছিল, তাদের পুনরায় আটক করা হয়েছে। কারণ, এসব যোদ্ধারা মুক্তি পেয়েই যুদ্ধক্ষেত্রে ফিরে গিয়ে আফগান সরকার ও সাধারণ জনগণের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে। তিনি জোর দিয়ে বলেন, সরকার আর কোন তালিবান যোদ্ধাকে মুক্তি দেবে না। ভিওএ।


ইয়েমেনে বিক্ষোভ
ইয়েমেনের রাজধানী সানা’সহ সারাদেশের বহু শহরে হুতি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থনে মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা হুতি আন্দোলনের ওপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। তারা আমেরিকাকে ‘সন্ত্রাসবাদের প্রকৃত উৎস’ এবং ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধের ম‚ল হোতা হিসেবে আখ্যায়িত করেন। বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরাইলি পণ্য বর্জনের জন্য ইয়েমেনের জনগণের প্রতি আহŸান জানান। ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ