Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পনের বছরে পা দিল লোকসঙ্গীতের দল নকশীকাঁথা

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

লোকগানভিত্তিক গানের দল নকশীকাঁথা ১৪ বছর পূর্ণ হয়ে দেড় দশকে পা দিয়েছে। বিলুপ্তপ্রায় লোকগানের ধারা থেকে কিছু কিছু ধারা ফিরিয়ে এনে সেগুলো আরও আকর্ষণীয়রূপে পরিবেশন করার চিন্তা থেকেই নকশীকাঁথার জন্ম। নকশীকাঁথার প্রতিষ্ঠাতা ভোকাল সাজেদ ফাতেমী বলেন, এটি আমাদের জন্য সত্যিই বড় ঘটনা। তবে করোনার কারণে অনেক দিন মঞ্চ ও টেলিভিশনের কনসার্টে অংশ নেয়া হচ্ছে না। এজন্য মন কাঁদে। তবে আশা করছি, শিগগির সব কিছু স্বাভাবিক হবে এবং আমরা মঞ্চে ও টেলিভিশনে ফিরতে পারবো। তিনি বলেন, আমাদের এতোদূর এগিয়ে আসতে পারার জন্য গণমাধ্যমের বিশাল ভূমিকা রয়েছে। সেই সঙ্গে দর্শক-শ্রোতার অফুরন্ত ভালবাসা রয়েছে। তারাই আমাদের প্রাণ। তাদের ভালবাসায়ই এই দীর্ঘ পথ পাড়ি দিতে পেরেছি। তাদের সঙ্গে নিয়েই আগামীর পথ পাড়ি দিতে চাই। গত ১৪ বছরে নকশীকাঁথার বেশ কিছু অর্জন রয়েছে। ২০১৮ সালে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে অংশগ্রহণ তাদের অন্যতম অর্জন। নজর রাখিস (২০০৮) ও নকশীকাঁথার গান (২০১৬) শিরোনামে দুটি অ্যালবামসহ নিজেদের গানের সংখ্যা ৬০ ছাড়িয়েছে। প্রকাশিত মিউজিক ভিডিও ৩০ টি। নকশীকাঁথার গানের বিষয়বস্তু বিভিন্ন সামাজিক ইস্যু থাকে। নদী বাঁচানোর গান, পরিবেশ ও প্রতিবেশ বাঁচানোর গান, ফ্যান্টাসি ও আধ্যাত্মিকতাও প্রধান্য পায়। নকশীকাথার গান শিরোনামে অ্যালবামে ময়মনসিং গীতিকা, নেপালি লোকগানের আদলে গান, আধ্যাত্মিক গান, ভাটিয়ালি ও প্রচলিত স্রোতে গা না ভাসানোর আহবান-সংবলিত গান রয়েছে। এছাড়া, বাংলা ভাষার দুর্গতি নিয়ে গান ও পুঁথি এবং বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান প্রকাশ করেছে নকশীকাঁথা। নকশীকাঁথার সদস্যরা বিশ্বাস করেন, একজন সচেতন মানুষের চিন্তা-চেতনার জগৎকে শাণিত করা এবং নিজের চেতনার ভেতরে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বহু ভ্রান্ত মতামত থেকে সঠিক পথে ফিরিয়ে আনার সবচেয়ে বড় অস্ত্র হলো কালচারাল মোটিভেশন। আর এই মোটিভেশনের নিয়ামক শক্তি হলো নিজস্ব সংস্কৃতি, যার অন্যতম উপাদান হলো লোক গান। একটি সুন্দর গান যেমন মুহুর্তে মানুষের দুঃখ-কষ্ট-হতাশা মুছে দিতে পারে, তেমনি সেই গানই মানুষের ভালো কাজে প্রেরণা পাওয়ার অনন্ত উৎস হয়ে উঠতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ