Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিগ বস ১৪’ হাউসে ফিরবেন জেসমিন ভাসিন!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

এক একটি দিন যাচ্ছে আর রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’ আরও জমে উঠছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রবেশ এবং প্রস্থান আলোচনায় এসেছে। প্রথম দিকে সিনিয়রদের মধ্যে হাউসে পা রেখেছেন গওহর খান, হিনা খান আর সিদ্ধার্থ শুক্লা তারপর এসেছেন শার্দূল পন্ডিত, কবিতা কৌশিক আর নয়না সিং। কাশ্মিরা শাহ, রাহুল মহাজন বিকাস গুপ্ত, আরশি খান এবং রাখি সাওয়ান্তের হাউসে পদার্পণ আরও প্রাণ দিয়েছে অনুষ্ঠানটিকে। সব শেষে এসেছেন সোনালি ফোগাত। দর্শকপ্রিয় হাউসমেট জেসমিন ভাসিনের প্রস্থানে দর্শকদের সঙ্গে আলি গনিও ব্যথিত হয়েছেন, এবং কেঁদেছেন। ভক্তসহ অনেকের ধারণা জেসমিন আবার হাউসে প্রবেশ করবেন। তার পুনঃপ্রবেশের সম্ভাবনা সবচেয়ে বেশি আর এতে ‘বিগ বস ১৪’ হাউস আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে সবার বিশ্বাস। অভিনয় থেকে রাজনীতিতে পদার্পণকারী সোনালি ফোগাত তার অল্পদিন ‘বিগ বস ১৪’ হাউসে অবস্থান নিয়ে হতাশ হয়ে উঠেছেন এবং প্রস্থানের ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বাদ পড়তে পারেন তবে তাও নিশ্চিত নয়। ভক্তদের ধারণা এই সপ্তাহান্তে কেউ বাদ পড়বে না। এদিকে সালমান খান তার ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ততার কারণে ‘বিগ বস ১৪’-এর শুটিংয়ে অংশ নিতে পারছেন না। শেষের দিকে আছে বলে ‘বিগ বস ১৪’ হাউসে এখন টানটান উত্তেজনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেসমিন-ভাসিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ