Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ল্যাম্পার্ডকে বরখাস্ত করলো চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ৬:২৬ পিএম

দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মধ্যে চেলসির প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। সোমবার (২৫ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

৪২ বছর বয়সী সাবেক চেলসি মিডফিল্ডার স্টামফোর্ড ব্রিজ ছাড়ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দলকে ৯ নম্বরে রেখে। গত সপ্তাহে লেস্টার সিটির বিপক্ষে হেরেছে চেলসি। লিগে গত পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা।  

চেলসির কোচ হিসেবে ল্যাম্পার্ডের শেষ ম্যাচ হয়ে থাকলো রোববার (২৪ জানুয়ারি) এফএ কাপের চতুর্থ রাউন্ডে চ্যাম্পিয়নশিপের ক্লাব লুটনের বিপক্ষে ৩-১ গোলের জয়। তবে প্রিমিয়ার লিগে ধারাবাহিক ব্যর্থতার কারণে কপাল পুড়েছে সাবেক ইংলিশ মিডফিল্ডারের।  

৩ বছরের চুক্তিতে ল্যাম্পার্ডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল চেলসি। ২০১৯ সালের জুলাইয়ে মাউরিজিও সারির পরিবর্তে স্টামফোর্ড ব্রিজে আসেন তিনি।  

দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমে লিগে ব্লুজদের চতুর্থ স্থান এনে দেন ল্যাম্পার্ড। এছাড়া তার অধীনে এফএ কাপের ফাইনালও খেলে চেলসি। তবে চলতি মৌসুমের লিগে চেলসি ৮ জয়ের বিপরীতে হেরেছে ৬ ম্যাচে। ড্র করেছে ৫ ম্যাচে। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তাদের সেরা চারে থাকাটাই এখন অনিশ্চয়তার মুখে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ