Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় জুটির পর আউট মুশফিক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ৩:২৫ পিএম

আগের বলে ছক্কা হাঁকালেন রেমন রিফারকে। পরের বলে খেলতে চাইলেন ইনসাইড আউট। কিন্তু পার করতে পারলেন না কাভার। আলজারি জোসেফের হাতে ধরা পড়ে থামলেন মুশফিকুর রহিম।

ভাঙল ৬১ বলে ৭২ রানের জুটি। পরের দুই বলে বাউন্ডারি হাঁকান মাহমুদউল্লাহ।

৪৭ ওভারে বাংলাদেশের স্কোর ২৬২/৭। ৩৩ বলে ৪৪ রানে ব্যাট করছেন মাহমুদউল্লাহ। সিরিজে প্রথমবারে ব্যাটিংয়ে নামলেন সৌম্য সরকার।
তামিমের রাস্তায়ই হাঁটলেন সাকিব

তামিমের পর সাকিব-ফিফটির পরপরই ফিরলেন। মুশফিকের সঙ্গে জুটিটা জমছিল, ক্যারিয়ারের ৪৮তম ফিফটি পাওয়ার পর রেমন রেইফারের শর্ট অফ আ লেংথের বলটা লেগসাইডে ঠেলতে গিয়ে মিস করে গেছেন সাকিব। স্ক্র্যাম্বলড সিমের বলটা সাকিব যতোটা ভেবেছিলেন, এসেছে তার চেয়ে ধীরগতিতে। মুশফিকের সঙ্গে তার জুটি ৪৮ রানের।
এ ইনিংস আরও বড় করতে না পেরে নিশ্চয়ই হতাশ হবেন সাকিব, তবে আগের ম্যাচে ৪৩ রানে অপরাজিত থাকার পর এদিনের ফিফটি একটু স্বস্তিও হয়তো দেবে তাকে।
৩৭ ওভারে বাংলাদেশের স্কোর ১৮১/৪। ক্রিজে মুশফিকের সঙ্গী মাহমুদউল্লাহ।

হাফসেঞ্চুরি পূর্ণ করেই তামিমের বিদায়

এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও। আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ।
জেসন মোহাম্মেদের বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯ তম হাফসেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। ৭০ বলে দুটি চারে মারে ফিফটি করেন তিনি। প্রথম ২৯ বলে ২৮ রান করা তামিম কিছুটা গুটিয়ে নেন নিজেকে। পরের ২২ রান আসে ৪১ বলে।
৭০ বলে পঞ্চাশ স্পর্শ করার পর মোহাম্মেদকে ছক্কায় ওড়ান বাংলাদেশ অধিনায়ক। ইনিংসে স্বাগতিকদের প্রথম ছক্কা। এরপরই ঘটে দুর্ঘটনা। আউট হয়ে সাঝঘরে ফিরে যান তামিম। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম এখন সাকিবের সঙ্গি।
রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ১৪৭। সাকিবের সংগ্রহ ৪০ রান ও মুশফিকুর রহিম ১৩ রানে ব্যাট করছেন।

তামিম-সাকিবের ব্যাটে বাংলাদেশের জবাব

প্রথম বলেই ফিরতি ক্যাচের সুযোগ দিয়েছিলেন সাকিব, মেয়ার্স সেটি নিতে পারেননি ঠিকঠাক। এরপর তামিমের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিওন হারডিংয়ের বলে। তবে লেগস্টাম্পের বাইরের পড়া বলে বেঁচে গেছেন তামিম। সে ওভারেই হয়েছে দুটি চার, ফলে প্রথম পাওয়ারপ্লেতে ৫৩ রান তুলেছে বাংলাদেশ ২ উইকেটে। এই দুই ব্যাটসম্যান ইতিমধ্যে পঞ্চাশ রানের জুটি বেধেছেন। তামিম ৪৩ ও মাািকব ২০ রানে অপরাজিত আছেন। দলীয় সংগ্রহ ২০ ওভারে ২ উইকেটে ৯১ রান।

টিকতে পারলেন না শান্তও

১২ রানে মিড-অফে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসম মোহাম্মেদের হাতে একটা কঠিন জীবন পেয়েছিলেন শান্ত, তবে দ্বিতীয় জীবনে খুব বেশিদূর যাওয়া হলো না তার। লিটনের মতই এলবিডব্লিউ হলেন তিনি।

রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করা কাইল মেয়ার্সের তৈরি করা অ্যাঙ্গেলে ঠিক যুত করতে পারেননি শান্ত, মিস করে গেছেন। রিভিউ নিয়েছিলেন, তবে উইকেটে আম্পায়ারস কল হলেও বাঁচতে পারেননি।

মেয়ার্সের প্রথম আন্তর্জাতিক উইকেট। তিনে নেমে শান্তর সিরিজ গেল এমন-- ১, ১৭, ২০ রান।

শূন্য রানেই ফিরলেন লিটন

প্রথম ওভারেই ভাঙল বাংলাদেশের শুরুর জুটি। শূন্য রানে ফিরে গেলেন লিটন দাস। আলজারি জোসেফকে লেগে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু লেগ স্টাম্পে থাকা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। একটু সময় নিয়ে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার। তামিম ইকবালের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান লিটন।

২ ওভারে বাংলাদেশের স্কোর ৭/১। ক্রিজে তামিমের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুরে প্রথম দুই ম্যাচ জিতে এরমধ্যেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই নিছক নিয়ম রক্ষার। তবে এ ম্যাচ জিতে আইসিসি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট বাড়িয়ে নিতে চায় টাইগাররা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে চায় উইন্ডিজ। এমন ম্যাচের ভাগ্য পরীক্ষায় হেরে গেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ। সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করবে টাইগাররা।

নিয়ম রক্ষার এ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন রয়েছে দুটি। একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার তাসকিন আহমেদ। এ দুই তারকাকে জায়গা দিতে বিশ্রাম দেওয়া হয়েছে রুবেল হোসেন ও হাসান মাহমুদকে।

অবশ্য, একাদশে বড় কোনো পরিবর্তন আসবে না তা আগের দিনই বল দিয়েছিলেন টাইগার অধিনায়ক তামিম। উইন্ডিজকে শেষ ম্যাচে হারিয়ে মূল্যবান ১০ পয়েন্ট লক্ষ্য তাদের। তাই সিরিজ জিতলেও সাইফউদ্দিন ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি একাদশে। অপেক্ষা বাড়ল শরিফুল ইসলামদের মতো তরুণ তুর্কিদের।

অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন আছে উইন্ডিজ দলেও। জাহআর হ্যামিল্টন ও কিওন হার্ডিংকে একাদশে নিয়েছে দলটি। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন জশুয়া ডি সিলভা ও আন্দ্রে ম্যাককার্থি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, এনক্রুমা বোনার, রভমান পাওয়েল, আকিল হোসেন, কাইল মায়ার্স, কিজর্ন ওটলি, জাহআর হ্যামিল্টন, কিওন হার্ডিং, আলজারি জোসেফ ও রেমন রেইফার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ