Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মার্চে শ্রীলঙ্কায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ২:১৪ পিএম | আপডেট : ২:২৬ পিএম, ২৫ জানুয়ারি, ২০২১

এবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র নিয়ে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। শ্রীলঙ্কার প্রবাসী বাঙালি কমিউনিটি এ উৎসবের আয়োজন করছে। দেশটির রাজধানী কলম্বোর ন্যাশনাল ফিল্ম করপোরেশন হলে আগামী ২৩-২৫ মার্চ পর্যন্ত চলবে এই উৎসব।

এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে গেল কয়েক বছরে মুক্তি পাওয়া আলোচিত বেশ কয়েকটি বাংলাদেশি চলচ্চিত্র।

এতে উদ্বোধনী দিনে দেখানো হবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। দ্বিতীয় দিন মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’, ফাখরুল আরেফিনের ‘ভুবন মাঝি’ ও অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’।

উৎসবের তৃতীয় ও শেষ দিন দেখানো হবে ফারুকীর আরেকটি ছবি ‘টেলিভিশন’ ও রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’।

প্রতিদিন সেখানকার সময় সকাল সাড়ে ১০টায়, দুপুর সাড়ে ৩টায় ও বিকেল ৫টায় ছবিগুলো প্রদর্শনী হবে। এতে একটি ছবির একাধিক প্রদর্শনের ব্যবস্থাও রেখেছেন আয়োজকরা।

সূত্রঃ সানডে টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র উত্সব’
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ