Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে ৫ দিনব্যাপী সঙ্গীত প্রশিক্ষণ শুরু

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৫ দিনব্যাপি উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গত শনিবার শিল্পকলা একাডেমিতে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নাজমুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি রাখাল ঠাকুর, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, কোষাধ্যক্ষ শিব শংকর অধিকারী, ঢাকা থেকে আগত প্রশিক্ষক এনায়েত মওলা জিন্না, তালযন্ত্রী উত্তম, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষকসহ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। কর্মশালাটি আগামী ৩১ আগস্ট খ্রি. পর্যন্ত চলবে। কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ঢাকার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এনায়েত মওলা জিন্না। গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন থেকে ৫৫ জন শিক্ষার্থী এ কর্মশালা অংশগ্রহণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোপালগঞ্জে ৫ দিনব্যাপী সঙ্গীত প্রশিক্ষণ শুরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ