Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাকরির নামে টাকা আত্মসাৎ

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চাকরি দেয়ার নামে যুবকের কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে এক রেলওয়ে সহকারী লোকো মাষ্টারের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার সখিনা গোপিনাথপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. কাওসার হোসেন চাকরি দেয়ার নামে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার বারই গ্রামের শাহজাহান আলীর ছেলে আব্দুল হাকিমের কাছ থেকে ১৫ লাখ টাকা নেয়। একপর্যায়ে চাকরি-বা টাকা ফেরত না দিয়ে নানা ভাবে তালবাহানা শুরু করে। টাকা ফেরত চাইলে কাওসার আব্দুল হাকিমকে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। সহকারী লোকো মাস্টার কাওসার বর্তমানে সান্তাহার লোকো বিভাগে কর্মরত বলে জানা গেছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাকা-আত্মসাৎ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ