Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গল্পগ্রন্থ প্রকাশ করছেন তাহসান খান

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রথমবারের মতো বই প্রকাশ করতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার বইটি রচিত হয়েছে গল্প দিয়ে। নাম দিয়েছেন অনুভূতির অভিধান। আগামী বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে প্রকাশ করা হবে বলে জানান তিনি। তাহসান জানান, প্রথম বই প্রকাশের অনুভূতি ও আবেগ সব লেখকদের মধ্যেই কাজ করে। আমারও একই অনুভূতি। বইটিতে ২৫টি গল্প স্থান পেয়েছে। গল্পগুলো উৎসাহমূলক বিষয় নিয়ে রচিত। মানুষের জীবন বেড়ে উঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয়, আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিস কম শিখছি, আর তা হচ্ছে, অনুভূতি কিভাবে ধারণ করতে হয়, কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না কারণ, স্কুল-কলেজে এটা শেখানো হয়না, পরিবারেও খুব একটা চর্চা করা হয় না। এতে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার এই বইটা হচ্ছে একটা কনভার্সেশন স্টার্টার বা যেভাবে কথার শুরু হয়। আমি বলবো না যে, এভাবেই শুরু করতে হবে। তবে আমি আমার গল্পের মাধ্যমে বলতে চেয়েছি, এভাবে শুরুটা হতে পারে। আমার বিশ্বাস, পাঠকদের গল্পগুলো ভাল লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাহসান-খান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ