রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকেরা ছেলের পর বাবাকে লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ছেলে আশিক ভুইয়া জানান, একই এলাকার আয়নালের সাথে আশিকের পরিবারের ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরেই গত ১৮ আগষ্ট প্রতিপক্ষ আয়নাল, শাহজালাল, শফিকুল, মিঠু, আয়শা বেগম সহ অজ্ঞাত ২/৩ জন আশিক ভুইয়া বাড়িতে প্রবেশ করে বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় আশিক ভুইয়া ভাংচুরে বাধা দিলে প্রতিপক্ষের লোকেরা তাকে শরীরের বিভিন্ন স্থানে লাঠিপেটা করে আহত করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর থেকেই প্রতিপক্ষের হুমকির মুখে পরিবারের সদস্যদের পালিয়ে থাকতে হচ্ছে। ওই মামলায় আসামীরা জামিনে বেরিয়ে এসে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকালে আশিক ভুইয়ার বাবা ওসমান গনির পথরোধ করে এলোপাতাড়িভাবে লাঠিপেটা করে আহত করে। এসময় ওসমান গনির ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা চলে যায়। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রূপগঞ্জে শরীফ মিয়া (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরীফ মিয়া ওই এলাকার বাদশা মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) জসিম উদ্দিন জানান, গত প্রায় ৬ বছর আগে মামলায় শরীফ মিয়ার দুই বছল সাজা হয়। মামলা হওয়ার পর থেকেই শরীফ মিয়া পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দিঘীবরাব এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।