Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেক্স পিস্টলস ব্যান্ড নিয়ে সিরিজ নির্মাণ করবেন ড্যানি বয়েল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ব্রিটিশ রক ব্যান্ড সেক্স পিস্টলস পাশ্চাত্যের সঙ্গীত জগতের কিংবদন্তির মর্যাদা পেয়েছে মাত্র আড়াই বছরের পারফর্মেন্সে। এদের আসলে পাঙ্ক রক ধারার পথিকৃৎ মনে করা হয়। এই ব্যান্ডটিকে নিয়ে একটি সীমিত পর্বের সিরিজ নির্মাণ করবেন অস্কার জয়ী ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েল। ওয়েব পোর্টাল ডেডলাইন জানিয়েছে সেক্স পিস্টলস ব্যান্ডের গিটারিস্ট স্টিভ জোনসের স্মৃতিকথা নিয়ে এই সিরিজ নির্মিত হবে, বস্তুত জোনসের দক্ষ গিটারবাদনও ১৯৭০ এর দশকে পাঙ্ক আন্দোলনকে অনেক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। ছয় পর্বের সিরিজটির নাম ‘পিস্টল’, বয়েল সিরিজটির নির্বাহী প্রযোজনা এবং পরিচালনার দায়িত্ব পালন করবেন। ‘মুলান রুজ’ ফিল্মের চিত্রনাট্যকার ক্রেইগ পিয়ার্স এর চিত্রনাট্য লিখেছেন। টোবি ওয়ালেস জোনসের ভূমিকায় অভিনয় করবেন এবং ‘গেইম অফ থ্রোনস’ তারকা মেইজি উইলিয়ামস প্যামেলা রুক ওরফে পাঙ্ক আইকন জরডানের ভূমিকায় অভিনয় করবেন। সিরিজে আরও অভিনয় করবেন- গায়ক জন লাইডনের ভূমিকায় অ্যানসন বুন, বেসিস্ট সিড ভিশাসের ভূমিকায় লুই প্যাট্রিজ, পল কুকের ভূমিকায় জেকব স্লেটার, বেস গিটারিস্ট গ্লেন ম্যাটলকের ভূমিকায় ফ্যাবিয়েন ফ্র্যাঙ্কেল এবং ওয়ালি নাইটিংগেলের ভূমিকায় ডিলান লেওয়েলিন। গেইল লিয়ন, অ্যানিটা ক্যামারেটা, ট্রেসি সিওয়ার্ড, পল লি এবং হোপ হার্টম্যানের সঙ্গে নির্বাহী প্রযোজনা করবেন জোনস, বয়েল এবং পিয়ার্স। এফএক্স প্রডাকশন্স সিরিজটি প্রযোজনা করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড্যানি-বয়েল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ