নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান অনলাইন শুটিং প্রতিযোগিতায় পদকজয়ী শুটাররা অর্থ পুরস্কার পাবেন। আর তা দেবে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান শুটিং ফেডারেশন (এএসএফ) আয়োজিত অনলাইন শুটিং প্রতিযোগিতা। এএসএফ এই টুর্নামেন্টের উদ্যোক্তা হওয়ায় টুর্নামেন্টে এশিয়ার শুটিংয়ে শীর্ষ দেশগুলো অংশগ্রহণ করবে। বাংলাদেশ থেকে এ প্রতিযোগিতায় খেলবেন দেশসেরা শুটার আবদুল্লাহ হেল বাকী, আতকিয়া হাসান দিশা ও শাকিল আহমেদরা। এই প্রতিযোগিতায় অংশ নেয়া পদকজয়ী লাল-সবুজের শুটারদের জন্য অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গতকাল ফেডারেশনের বিশ্বস্ত সুত্র জানায়, প্রতিযোগিতায় বাংলাদেশের স্বর্ণ জয়ীরা পাবেন তিন লাখ। রৌপ্যপদক জয়ীদের দেয়া হবে দু’লাখ এবং ব্রোঞ্জ জয়ীরা পাবেন এক লাখ টাকা করে। এশিয়ান অনলাইন শুটিং প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল এবং ১০ মিটার পিস্তল দু’ডিসিপ্লিনেই পুরুষ ও নারী সব বিভাগেই অংশ নেবেন বাংলাদেশের ১২জন শুটার। ১৬ জনকে নিযে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। এদের মধ্য থেকে চূড়ান্ত দলের জন্য ১২ জনকে আগামীকাল বাছাই করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।