Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেরামের আগুনে নষ্ট বিসিজি রোটাভাইরাসসহ একাধিক ভ্যাকসিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২১, ১২:০০ এএম

পুনেতে সেরাম ইনস্টিটিউটে অগ্নিকান্ডের জেরে কোভিশিল্ড সুরক্ষিত থাকলেও বড় ক্ষতি হয়েছে অন্যান্য ভ্যাকসিনের। সেরামে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করেছেন এসআইআই-এর সিইও আদর পুনাওয়াল্লা জানান, “আমি কথা বলার পরিস্থিতিতে নেই। এই ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিসিজি, রোটাভাইরাস ভ্যাকসিন, প্রচুর পণ্য আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে ভারতের বাইরে রয়েছেন আদর পুনাওয়াল্লা। বৃহস্পতিবার বিকেলে এসআইআইয়ের প্লান্টে বিশেষ নির্মাণাধীন ভবনের একটিতে এই দুর্ঘটনা ঘটে। পুনাওয়ালা বলেন, ভবনের কয়েকটি তল আগুনে পুড়ে গেছে। তিনি সমস্ত সরকার এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য টুইটারে লেখেন এই দুর্ঘটনা কোভিড -১৯ কোভিড ভ্যাকসিন-এর উৎপাদনকে প্রভাবিত করবে না, কারণ সেটি একাধিক ভবন রাখা হয়েছে। এসআইআই এ জাতীয় সংকট মোকাবেলার জন্য প্রস্তুত। এসআইআইয়ের চেয়ারম্যান ও পরিচালক ডাঃ সাইরাস পুনাওয়ালা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, এটি ছিল একটি নতুন ভবন। বিসিজি এবং রোটাভাইরাস ভ্যাকসিন অতিরিক্ত পরিমাণে উৎপাদন করার জন্য এই সুবিধাটি নির্মিত হয়েছিল। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ