মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এমন স্বপ্নের ভালবাসা বুঝি রূপকথার গল্পের পাতাতেই শুধু দেখা যায়। সেই রাজকুমার আর রাজকন্যের প্রেমগাথা পড়তে পড়তে আমরাও কখন যেন ডুবে যাই অতল কল্পনার জগতে। কিন্তু সেই রোম্যান্টিক কাহিনী যখন আমাদেরই চোখের সামনে এসে দাঁড়ায় তখন তা বাস্তব বলে বিশ্বাস করতে কষ্ট হয়। কিন্তু মন ভরে ওঠে কানায় কানায়। ৭০ বছর একসঙ্গে ঘর করার পর হাসপাতালের শয্যায় শেষ হল এমনই এক মধুর সম্পর্ক। ওহিও-র কলম্বাসের দুই বৃদ্ধ দম্পতি হাসপাতালের মারা গেলেন ঠিক এক মিনিটের ব্যবধানে। জীবনের শেষক্ষণ পর্যন্ত একে অপরের হাত শক্ত করে ধরেছিলেন তারা। গত ডিসেম্বরে ৭০ বছরের বিবাহবার্ষিকী পালন করেছিলেন। তারপরেই একসঙ্গে করোনায় আক্রান্ত হন ডিক আর শার্লি। এর কিছুদিন পরেই ছিল ডিকের জন্মদিন। ৯০ বছরে পা রেখেছিলেন ডিক, আর শার্লির বয়স ৮৭ বছর। দম্পতির তিন ছেলেমেয়ে ডেবি, ভিকি আর কেলি জুম কল করেছিলেন বাবা-মা’কে। বাবা’কে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন তারা। এরপরেই ছেলেমেয়েদের তারা বলেন, সম্ভবত তাঁদের শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। ৮ জানুয়ারি ডিক ও শার্লি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রথমে দু’জনকে আলাদা আলাদা ঘরে রাখা হয়েছিল। কিন্তু ডিকের শারীরিক অবস্থার অবনতি হতেই ছেলেমেয়েরা তাঁদের বাবা-মা’কে একই ঘরের পাশাপাশি বেডে স্থানান্তরিত করার আর্জি জানান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। বৃদ্ধ দম্পতির সেই অনুরোধ উপেক্ষা করতে পারেননি চিকিৎসকরাও। তাঁদের একই ঘরে নিয়ে আসা হয়। ‘হোয়েন দ্য রিভার মিটস সি’ গানটি শুনতে চান ডিক। তাঁদের ঘরে খুব আস্তে বাজিয়ে দেওয়া হয় সেই গান। একে অপরের হাত ধরে গান শুনতে শুনতেই চলে যান শার্লি। নার্স ডিক’কে বলেন, ‘‘শার্লি আপনার জন্য অপেক্ষা করছে। এক মিনিটের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিকও। পাঁচ সন্তান, ১৩ নাতনিতে ভরা সুখী পরিবার রেখে অন্তত শান্তির পথে যাত্রা করেন ৭০ বছর একসঙ্গে কাটানো ডিক আর শার্লি। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।