বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খননন বন্ধ করলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
শুক্রবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ওমরপুর বসন্তপুর বিলে এক্সেভেবটার দিয়ে চলা ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধ করেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার দুড়দুুড়িয়া ইউপির বস্তপুর বিলে ফসলি জমিতে আবারো অবৈধভাবে এক্সেবেটর দিয়ে পুকুর খনন করছিলো প্রভাবশালীরা। স্থানীয়রা উপজেলা চেয়ারম্যান কে অবহিত করলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী স্থানীয় চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবর্গদের নিয়ে পুকুর খনন বন্ধ করেন।
লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী জানান,‘ সরকারী আইন অমান্য করে উপজেলার বসন্তপুর বিলে ফসলি জমিতে অপরিকল্পিত ভাবে পুকুর খনন হচ্ছিল যা আগামীদিনে আমারে খাদ্য সংকটের কারন। তাই খবর পেয়ে স্থানীয় নেতৃবর্গ নিয়ে পুকুর খনন বন্ধ করা সহ এক্সেবেটর গুলিকে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতেও এই অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।’
উল্লেখ্য,‘এই বসন্তপুর বিলে অবৈধভাবে পুকুর খনন করায় এই এলাকার কয়েকটি গ্রামে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি জমে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে দুর্ভগে পরে কয়েক হাজার মানুষ। এছাড়াও গত বছরে এই এলাকার জমে থাকা পনিতে পরে শিশু কন্যা মুন্নী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।