Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী রাখাল আটক

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ৬:৪০ পিএম

শুক্রবার ভোরে নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মোশাররফ হোসেন (৪০) নামে এক বাংলাদেশী রাখালকে আটক করেছে। তিনি উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়া গ্রামের নুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে তিনি গরু কেনার জন্য ভারতে প্রবেশ করেন। ভোর ৪ টায় গরু নিয়ে ফেরার পথে ভারতীয় ১৫৯ টেক্কাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ২৩২নং পিলারের ভারতের অভ্যন্তরে বেড়া রাস্তার নিকট থেকে তাকে আটক করে। বর্তমানে তাকে ওই ক্যাম্পেই রাখা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল কবির জানান, তাকে ফিরিয়ে আনার জন্য দুই দেশের মধ্যে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নওগাঁ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ