Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে নৌকা প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২১, ৩:৫৯ পিএম

চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম নির্বাচনী সমাবেশ করেছেন। শুক্রবার মর্দানায় আমবাগানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা সোনা মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত নৌকা প্রতীককে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ের কোনো বিকল্প নেই। পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহান মন্ডল ও পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান হিমেলসহ অন্যরা। এছাড়া কয়েক শতাধিক নারী-পুরুষেরা সমাবেশে অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ