বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে শহরের ঝুঁকিপূর্ণ এলাকা রেলক্রসিংয়ের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ২ শতাধিক দোকান উচ্ছেদ করা হলেও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় এ অভিযান নিয়ে শহরে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ৯ টারদিকে পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভ‚সম্পত্তি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে রেলের গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্র্ণ রেলক্রসিং ও এর আশপাশ এলাকা থেকে প্রায় ২ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও শহরের অনেক এলাকায় অবৈধ স্থাপন রয়ে যাওয়ার ফলে লোক দেখানো এ উচ্ছেদ অভিযান নিয়ে গোটা শহর জুড়ে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অভিযানে জিআরপি পুলিশ, আরএনবি, এসএসএ/ইএসএসও কর্মকর্তাসহ প্রায় শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।