বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারী জেলা সংবাদদাতা : আসন্ন পবিত্র ঈদুল আযহায় যাত্রী পরিবহনের জন্য দেশের বৃহত্তম রেল কারাখানা সৈয়দপুর রেলওয়ে কারখানায় পুরাতন ও জরাজীর্ণ ৬৫টি রেল কোচের মেরামত কাজ চলছে। মেরামত করা ৬৫টি কোচের মধ্যে ৩৮টি ব্রডগেজ এবং ২৭টি মিটারগেজ লাইনের কোচ রয়েছে। এসব কোচ বিভিন্ন রুটে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত হিসাবে সংযোজন করা হবে। ঈদের আগেই মেরামত কাজ শেষ করে তা রেল বহরে যোগ করা হবে। জানা যায়, এবার ঈদে এসব বাড়তি কোচ দিয়ে পশ্চিম রেলের পার্বতীপুর ও খুলনা থেকে ঢাকা রুটে দুটি ¯েপশাল ট্রেন চালু করা হবে। এরই মধ্যে ৩৪টি কোচ মেরামত শেষে পার্বতীপুর, ঈশ্বরদী, খুলনা ও রাজশাহী ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হয়েছে। এসব কোচের মধ্যে কারখানার চারটি শপে ৫৬টি এবং প্রকল্পের আওতায় দুটি বেসরকারী প্রতিষ্ঠান ৯টি কোচ মেরামতের কাজ করছে। সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার অমিনুল হাসান সাংবাদিকদের জানান, প্রতিবছরই ঈদের আগে কারখানায় অতিরিক্ত কোচ মেরামত করা হয়। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যেই কোচগুলোর মেরামত কাজ সম্পূর্ণ শেষ করে ট্রাফিক বিভাগে হস্তান্তর করা সম্ভব হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।