প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অনেকগুলো সুপারহিট ফিল্ম উপহার দেবার পর হলিউড সুপারস্টার ম্যাথিউ ম্যাকনোহে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টে (ডব্লিউডব্লিউই) যোগ দেবার পরিকল্পনা করছেন। পিপল সাময়িকী জানিয়েছে ম্যাকনোহে পেশাদার রেসলিংয়ের একজন গভীর ভক্ত এবং মারিয়া মেনুনোসের ‘বেটার টুগেদার’ পডকাস্টের সা¤প্রতিক পর্বে তিনি রেসলিংয়ে যোগ দেবার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন। “আমি খুব বেশি কিছু বলব না কারণ আপনারা জানেন এসব ব্যাপারে বেশি কিছু না বলাই ভাল। তে এটি এমন একটি বিষয় যাতে আমি আকর্ষণ বোধ করি,” তিনি বলেন। পডকাস্টে তিনি আরও জানান তার পরিবারে তিনিই একমাত্র রেসলিং ভক্ত নন, তার তিন সন্তানও তার সঙ্গে ডব্লিউডব্লিউই’র ইভেন্টসমূহ দেখে থাকে। “আমি উত্তেজনা আর অবিশ্বাস্য পরিস্থিতি দেখতে ভালবাসি, তাই আমি আর আমার সন্তানরা এই শো দেখি। আমি বুঝি তারা অনেক বোঝে যখন বলে, ‘এটা তো ভুয়া’, আমি বলি, ‘কী বলছ? হতেই পারে না।‘ আমি চোখ টিপতে দেরি করি, তাদের মধ্যে একজন হলেও বিশ্বাস করে না। বাকি দু’জন বলে,’এটা ভুয়া নয়, সত্য’,” অভিনেতার উদ্ধৃতি দিয়েছে পিপল। ডোয়েন ‘দ্য রক’ জনসনের সঙ্গে কথোপকথন নিয়ে ৫১ বছর বয়সী অভিনেতা বলেন,”দ্য রক আমাকে তার কাহিনী বলেছিল, ভাল মানুষ থেকে ,মন্দ মানুষে পরিণত হবার কথা। তার বিশ্বাস এক সন্ধ্যায় তার পরিবর্তন হয়, “ ম্যাকনোহে বলেন। পিপল আরও জানায় অভিনেতাকে ২০২০ সালে ডব্লিউডব্লিউই থান্ডারডোমের ভার্চুয়াল দর্শকদের মাঝে দেখা গিয়েছিল তিনি দ্য মিজের বিরুদ্ধে ড্রু ম্যাকিনটায়ারকে সমর্থন দিতে দেখা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।